৩০ মার্চ থেকে ঢাকায় ফুল উৎসব

IMG_20170328_115008প্রথমবার ব্যাপক সাড়া পাবার পরর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ফ্লাওয়ার ফেস্ট-২০১৭। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানিয়েছে আয়োজক সংগঠন ইনোভেশন অ্যাণ্ড ইনকিউশন সেন্টার ফর এন্টাপ্রাইজ(আইআইসিই)।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী, ফুল সেক্টরের সংশ্লিষ্ঠ সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। মেলায় ১৪ টি প্যাভিলিয়ন ও ৩৩ টি প্রদর্শনী স্টল থাকবে।

মেলায় এক হাজারেরও বেশি ধরনের ফুল প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুলের ওপর ফ্যাশান শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড জোন, কিডস কর্নার, কর্মশালা, ফ্লাওয়ার ল্যাণ্ডস্ক্যাপিং, ফটো বুথ, ফ্লাওয়ার টানেল, গোলটেবিল বৈঠক। শিশুদের জন্য মেলা প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের শিক্ষামুলক আনন্দ দিতে মেলায় থাকবে সিসিমপুর। মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইআইসিই'র ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আাশফাক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ. এফ. এম. জামাল উদ্দিন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম, ফুল চাষী আছমা খাতুন, হাফিজা খাতুন, তাঞ্জিলা বেগম প্রমুখ।

/আরএআর/এফএএন/