হযবরল লাবড়া

maxresdefaultসবজি খেতে অনেকেই অপছন্দ করেন। অনেকে আবার সবজিই ভীষণ পছন্দ করেন। কে কীভাবে সবজি খেতে পছন্দ করেন তার সীমা পরিসীমা নেই। কিন্তু হরেক সবজি দিয়ে লাবড়া আমাদের দেশের অন্যতম জনপ্রিয় খাবার। আজকে সেই লাবড়ার রেসিপি।

উপকরণ: বিভিন্ন রকম সবজি (যেমন পটল, মিষ্টি কুমড়া,  পেপে, বেগুন, আলু, শিম, বরবটি, পুই পাতা), কাচামরিচ, আদা বাটা,  জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোঁড়ন, তেজ পাতা, গরম মসলা, তেল, লবণ, আদা কুচি, ঘি।

প্রণালি: প্রথমে সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে। সব সবজি আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। এরপর চুলায় কড়াই চাপিয়ে তাতে তেল ঢেলে পাঁচ ফোড়ন, তেজপাতা, গরম মশলা, শুকনা মরিচ দিয়ে ভাজতে হবে। পাঁচফোঁড়নের ভাজা ঘ্রাণ ছড়ালে তাতে আলু, পেপে, ফুলকপি, মিষ্টিকুমড়া জাতীয় শক্ত সবজি ছেড়ে দিয়ে ভাজতে হবে। ভাজার সময় আদা বাটা ও হলুদ গুঁড়া দিতে হবে।    এই সবজি আধসেদ্ধ হয়ে এলে বাকি সবজি ছেড়ে দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে লবণ দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। সবজি সেদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ, পুই পাতার মতো নরম শাক, দিয়ে ভালোমতো নেড়ে দিতে হবে। নামানোর আগে চিনি, লেবুর রস ও আদা কুচি এবং ঘি ছড়িয়ে দিতে হবে। লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করুন এই লাবড়া। অনেকে ঘি এমনি না দিয়ে ফোঁড়ন দিতে ভালোবাসেন, আবার অনেকে নারকেল কুচি দেন। যেভাবে পছন্দ বানিয়ে নিন লাবড়া

/এফএএন/