জমে উঠেছে শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটা

শপিংমলগুলো এখন জমজমাট। চলছে শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটা। ‘পোশাক কেনা হয়েছে আগেই। কিন্তু রেশমি চুড়ি আর লাল টিপ কেনা বাকি। বৈশাখী আবহে ঘুরে ঘুরে এই টুকটাক শপিংটাও ভীষণ আনন্দের’- বললেন ধানমণ্ডির জেনেটিক প্লাজায় শপিং করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া।

জমে উঠেছে শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটা
বৈশাখ উপলক্ষে মার্কেটগুলোর বাইরে বসেছে অস্থায়ী বৈশাখী মেলা। জমজমাট এসব মেলায় পাওয়া যাচ্ছে টিপ, চুড়ি, গয়না ও ঘর সাজানোর বাহারি পণ্য। মেলায় রংবেরংয়ের দুল, মালা নেড়েচেড়ে দেখছিলেন শুক্রাবাদের মালিহা বেগম। জানালেন দামটা একটু চড়া। তবে পহেলা বৈশাখ বলে কথা। বেশি দাম দিয়েও শখের জিনিস তাই কিনে নিচ্ছেন।   

অস্থায়ী মেলায় পাওয়া যাচ্ছে টিপ, চুড়িসহ অনেক কিছু
বৈশাখী মেলায় চলছে মেহেদি উৎসব। এক লাইন অথবা পুরো হাত জুড়ে মেহেদি দিচ্ছেন ছোট-বড় অনেকেই। বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পিঠাপুলি, পায়েশ, আচার পাওয়া যাচ্ছে এ আয়োজনে।

রেশ্মি চুড়ি  
রাপা প্লাজা, জেনেটিক প্লাজাসহ কমবেশি অনেক মার্কেটের সামনেই অস্থায়ী মেলা বসেছে। ধানমণ্ডির দৃক গ্যালারিতে চলছে বৈশাখী মেলা। এমআইবি স্প্রিরিট স্টুডিওতে চলছে বৈশাখী মেলা ‘স্প্রিং মেট আপ।’ বিভিন্ন অনলাইন শপ অংশ নিয়েছে মেলায়। বৈশাখী কেনাকাটা করতে চাইলে ঢুঁ মারতে পারেন এসব মেলায়ও।  

/এনএ/