ওজন কমাতে পালং শাক!

12-Best-Benefits-Of-Spinach-Juice-For-Skin-Hair-And-Healthঅতিরিক্ত ওজন এখন সবচেয়ে বড় দুঃসংবাদটির নাম। আপনার ওজন বেড়ে গিয়েছে। আপনি ওবেসিটি নামক রোগে আক্রান্ত। এগুলো শুনলেই মাথায় আসবে আর কী কী রোগ হানা দিতে পারে আপনার শরীর। অতিরিক্ত ওজন থাকলে হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হাড়ে ক্ষয়ের মতো নানা রোগ হানা দেয়। তাই সবচেয়ে সহজ ওজন কমানো। এই ওজন কমাতে আপনার দরকার সহজ একটি সমাধান। দ্রুত পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভাবে ওজন কমানোর ক্ষেত্র আপনাকে সহায়তা করতে পারে আয়ুর্বেদিক সমাধান। পালং শাকের জ্যুস। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা ও উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলতে হবে। সঙ্গে সকালের নাস্তার পূর্বে পালংয়ের জ্যুস।

এই জ্যুস বানাতে লাগবে-

৩ টেবিল চামচ পালং শাকের জ্যুস

১ টেবিল চামচ আদার রস

এই দুই উপকরণে সামান্য পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ঠাণ্ডা ঠাণ্ডা পান করে নিন এই পানীয়। ২মাস টানা পান করলে ওজন কমবে নিশ্চিত।

/এফএএন/