ফ্রিজে ভালো থাকে যেসব প্রসাধনী

প্রসাধনী সামগ্রী সবসময় শুষ্ক ও অন্ধকার স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। তবে কিছু প্রসাধনী বাইরে না রেখে ফ্রিজে রাখলেই ভালো থাকে বেশিদিন।

ফ্রিজে ভালো থাকে যেসব প্রসাধনী
জেনে নিন দীর্ঘদিন ভালো রাখতে কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখবেন-  

  • দীর্ঘদিন ভালো রাখতে শুকনা ও ঠাণ্ডা স্থানে রাখা চাই সুগন্ধি। অনায়াসে ফ্রিজে রাখতে পারেন এটি।
  • ঠাণ্ডা আই ক্রিম চোখের ফোলা ভাব দূর করে। তাই ফ্রিজ থেকে বের করে ব্যবহার করুন এটি।
  • ফ্রিজে লিপস্টিক রাখলে সহজে গলে যায় না ও ময়েশ্চারাইজার ঠিক থাকে।
  • বিভিন্ন ধরনের ফেসিয়াল মাস্ক রেডি অবস্থায় সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখুন।
  • ভিটামিন সি সমৃদ্ধ প্রসাধনী ফ্রিজে রাখুন।
  • নেইলপলিশ ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে।    

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/