সায়েন্স কিট কিনলেই উপহার!

onnnorokomস্কুলে বাচ্চাদের এখন হরেকরকম প্রজেক্ট, এটা করো তো ওটা আনো, আজকে সায়েন্স ফেয়ার, কালকে গ্যালাক্সি বানাতে হবে। এসব কাজকে বেশ ঝক্কির মনে হয় অনেক অভিবাবকের কাছে। এসব কাজকে সহজ করতে অন্যরকম ইলেক্ট্রনিক এনেছে শিশুদের বিজ্ঞান শেখানোর জন্য ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’।

রকমারি ডট কম থেকে এই বিজ্ঞানবাক্স কিনলেই পাচ্ছেন পুরস্কার। আলোর ঝলক, চুম্বকের চমক, তড়িৎ তান্ডব, রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ এমন সব অভিনব নামে এখন পর্যন্ত বিজ্ঞান শেখার আলাদা আলাদা পাঁচটি সায়েন্স কিট রিলিজ করেছে অন্যরকম ইলেক্ট্রনিক্স।

যেকোনোও একটি কিনলে সাথে পাচ্ছেন ক্যালকুলেটর, যেকোনো তিনটি কিনলে হাতঘড়ি আর পাঁচটির বিজ্ঞানবাক্সের পুরো সেট কিনলে পাচ্ছেন আকর্ষণীয় ছাতা।

অনলাইনে কিনতে রকমারির সাইটে ঘুরে আসতে পারেন। কিংবা যেকোনও মোবাইল থেকে ডায়াল করুন ১৬২৯৭। পাচ্ছেন হোম ডেলিভারি। বিজ্ঞানবাক্স হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ তো থাকছেই।

/এফএএন/