ঝটপট স্নিগ্ধ পার্টি সাজ!

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, পোশাক: বেস্ট বাংলাদেশ

 

প্রতিদিনই আমাদের নানা আয়োজন লেগে থাকে। অফিসে প্রোগ্রাম, তো সন্তানের স্কুলের আয়োজন, আত্মীয়-স্বজনের বাড়িতে নানা অনুষ্ঠান লেগেই রয়েছে। এই সব অনুষ্ঠানে দরকার খুব খুব স্নিগ্ধ সাজ। পার্টি বা আয়োজন অনুযায়ী সাজ দরকার। আর অনুষ্ঠান যেটাই হোক না কেনও সাজটা যেনও অন্যকে বিরক্ত না করে মুগ্ধ করে সেই প্রস্তুতিই থাকা দরকার।

বিয়ে-শাদি ছাড়া পারিবারিক আয়োজনগুলোতে কী ধরনের সাজ দিয়ে যেতে পারেন সে বিষয়েই জানাচ্ছেন, রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন।

আফরোজা পারভীন জানান, পারিবারিক আয়োজনে সাজ গর্জিয়াস হওয়ার চেয়ে মিষ্টি হওয়া জরুরি। আপনাকে যেনও স্নিগ্ধ লাগে এটিই প্রথমে মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি দরকার আবহাওয়া মাথায় রাখা। বিচ্ছিরি একটা গরম পড়েছে। ঘেমে-নেয়ে একাকার অবস্থা। তাই বেইজ মেকআপটাকে দূরে সরিয়ে রেখে আপনার দরকার পাউডার ব্যবহার করা। যেকোনও ফেস পাউডার ব্যবহার করলে আপনার চেহারায় একটা ফ্রেস লুক আসবে। এরসঙ্গে গালে একটা হালকা পিংক টোন লাগালেই ভীষণ মিষ্টি লাগবে নিশ্চিত।  আর চোখের সাজে যে কোনও একটা কিছু ব্যবহার করতে হবে যাতে হালকা সাজটার সৌন্দর্য বজায় থাকে। কাজল, আইলাইনার এবং শ্যাডোর মধ্যে যেকোনও একটা বেছে নিয়ে ব্যবহার করবেন। সঙ্গে লাগাবেন মাশকারা। ব্যাস আপনার সাজ শেষ। তবে আইশ্যাডো বাছার ক্ষেত্রে বেইজ কালারগুলো ব্যবহার করতে হবে। সর্বোচ্চ লাইট পিংক অথবা স্কিন কালার।

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, পোশাক: বেস্ট বাংলাদেশ

চুলের জন্য বলবো একটা বেণি, অথবা পেছনে টেনে ক্লিপ আটকে ছেড়ে দিতে পারেন। বয়স কম হলে পনি টেইলই ঠিক আছে। আবার মাঝারি আকারের চুল হলে ছেড়েও রাখতে পারেন।

তাহলে আর দেরি কেনও এই টিপস ব্যবহার করে আপনিও হয়ে উঠুন স্নিগ্ধ।

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, পোশাক: বেস্ট বাংলাদেশ। 

/এফএএন/