রোগ সারাবে বৃষ্টি!

18738519_10203346941952034_7551011767257429395_oবৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তবে বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগবে, জ্বর আসবে এমন অনেক আশঙ্কার কারণে বৃষ্টিতে ভিজতে চান না অনেকে। সম্প্রতি চিকিৎসকরা দাবি করছেন বৃষ্টি সারাতে পারে অনেক রোগ।

বৃষ্টি হওয়ার ফলে মাটি থেকে যে সোঁদা গন্ধ বের হয়, সেটিকে পেট্রিকোর নাম দিয়েছেন গবেষকরা। এই গন্ধ শ্বাস টেনে গ্রহণ করলে ক্লান্তি কমে বলে দাবি গবেষকদের।

অন্যদিকে বৃষ্টির পানিতে পাঁচ মিনিটের বেশি গোসল করলে ট্রেস লেভেল কমে যায়। খুব আরাম বোধ করবেন যে কেউ।

বৃষ্টি পানিতে দূষণ নেই বললেই চলে তাই এই পানি সংগ্রহ করে পান করা অনেক নিরাপদ বলেও দাবি করেছেন গবেষকরা।

বৃষ্টিতে চুল ভিজিয়ে শ্যাম্পু করার প্রয়োজনীয়তা নেই। কারণ বৃষ্টির পানি চুলের ব্যকটেরিয়া দূর করে।

আয়ুর্বেদিক গবেষকরা মনে করেন, বৃষ্টির পানি পান করা ভীষণ উপকারী, এটি শরীরের ভেতরে থাকা দূষিত পদার্থ বের করে দেয়।

তাই বৃষ্টিতে ভিজুন, সুযোগ থাকলে বৃষ্টির পানি জমিয়ে পান করুন। তবে বিশেষ সতর্কতা হচ্ছে শিশু ও গর্ভবতী নারীদের বৃষ্টি থেকে দূরে রাখা ভালো।

/এফএএন/