ভেজা আবহাওয়ায় চুলের বাড়তি যত্ন

16602470_1827302697539638_9005454606330304449_oবৃষ্টির দিন চলে এসেছে। চুল ভেজা থাকবে। গন্ধ হবে, জল গিট পড়বে। এরকম অনেক সমস্যা দেখা দেবে চুলে। এই বৃষ্টির দিনে চুলকে ঝলমলে করতে চাইলে ফলো করুন কিছু নিয়ম।

নারকেল তেল গরম করে এর সঙ্গে লেবুর রস ও একটু সিরকা মিশিয়ে নিন। চুলের গোড়ায় দিয়ে আলতো হাতে কিছুক্ষণ ঘষতে থাকুন। এতে চুলের শক্তি বাড়বে। এবার একটি তোয়ালে গরম পানিতে চুবিয়ে ১০ মিনিট মাথায় পেঁচিয়ে রাখুন। এতে চুলের গোড়া শক্ত হবে। শ্যাম্পু করে ফেলুন কিছুক্ষণ পর। দেখবেন চুল ঝরঝরে হয়েছে আর ঝিলিক দিচ্ছে। সপ্তাহে ২ বার না হলেও ১বার চুলে ম্যাসাজ করুন।

16711794_1827302547539653_7425474666550339892_nসমপরিমাণ ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এবং সরিষার তেল একসাথে মিশিয়ে নিন ভালো করে। লক্ষ্য রাখবে যেন তিনটি তেল আলাদা আলাদা না থেকে একেবারে মিশে যায়।এই তেলের মিশ্রণটি চুলের গোঁড়ায় ম্যাসেজ করে নাও ভালো করে। তেল লাগানোর পর অন্তত ৫ মিনিট ম্যাসেজ করে নেবে। কিছুক্ষন খোঁপা করে রাখো। এভাবে ২ঘণ্টা রাখো ও চুল শ্যাম্পু করে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করে নাও।

আর সবচেয়ে বড় কথা চুল গোছলের পরপরই শুকিয়ে ফেলতে হবে।

মডেল: বন্যা মির্জা, ছবি: সাজ্জাদ হোসেন। শাড়ি: বেস্ট বাংলাদেশ। 
/এফএএন/