রাজধানীতে অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের উদ্বোধন

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ভাটারায় মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট স্কুলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কিসহ আরও অনেকে।

অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল

উদ্বোধনী বক্তব্যে বার্নিকাট বলেন, ‘এখানে সবাই খুব সৌভাগ্যবান, কারণ তারা অবিন্তার রেখে যাওয়া পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছে। আমি আশা করছি, এই স্কুলের মাধ্যমে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে।’
গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের  শিক্ষার সুযোগ করে দেওয়া। অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে।

ঢাকা ছাড়াও নাটোরে এই ফাউন্ডেশনের আরও পাচঁটি স্কুল আছে। চলতি মাসের শেষের দিকে রাজধানীর বাসাবোতে আরও একটি স্কুল উদ্বোধনের কথা রয়েছে বলে জানায় অবিন্তা কবির ফাউন্ডেশন।

/এনএ/