হলুদের ফেসপ্যাক: ব্রণমুক্ত উজ্জ্বল ত্বক

ত্বকের কালচে দাগ, রোদে পোড়া দাগ কিংবা ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন হলুদের ফেসপ্যাক। হলুদ, মধু, চালের আটা ও দই দিয়ে তৈরি এই ফেসপ্যাক দূর করতে পারে ব্রণও। পাশাপাশি নিয়মিত ব্যবহারে এটি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।

হলুদের ফেসপ্যাক

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হলুদের ফেসপ্যাক

  • একটি পাত্রে ২ চা চামচ চালের আটা নিন।
  • আধা চা চামচ হলুদ গুঁড়া মেশান।
  • ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন।
  • ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন।
  • মিশ্রণ অতিরিক্ত ঘন হলে আরও খানিকটা দই মেশান।
  • ত্বক তৈলাক্ত হলে ঠাণ্ডা গোলাপজল মেশাতে পারেন।
  • ত্বক পরিষ্কার করে ফেসপ্যাক পুরু করে লাগান ত্বকে।
  • আধা ঘণ্টা অপেক্ষা করুন।
  • শুকিয়ে গেলে গোলাপজল স্প্রে করে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
  • মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

হলুদের ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?

  • ব্রণের লালচে ভাব কমায় হলুদ।
  • ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে হলুদ।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে এই ফেসপ্যাক।
  • চালের আটা ত্বকের মরা চামড়া দূর করে।
  • মধু প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক।
  • দই ত্বকের তেলতেলে ভাব দূর করে।
  • ত্বকে সতেজ ভাব নিয়ে আসে হলুদের এই ফেসপ্যাক।
  • প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে এটি।  

তথ্য:দ্য ইন্ডিয়ান স্পট           

/এনএ/