ক্যানভাসে ‘ম্যানগ্রোভ পোর্টাল’

21 AVI SHANKAR AIN Acrylic on Canvas 30`` X 42`` 2016আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার  লা গ্যালারিতে আপনাদের স্বাগতম তরুণ শিল্পী অভি শঙ্কর আইনের ‘ম্যানগ্রোভ পোর্টাল’ শীর্ষক দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধনে। প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয় ৭ জুলাই। এই প্রদর্শনীতে প্রায় ২৫ টি চিত্রকর্ম স্থান পেয়েছে।                    

বাংলাদেশের  বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্যে আমোদিত শিল্পী অভি শঙ্কর আইন। শিল্পীর সযত্ন অনুসন্ধান এবং শিল্পভ্রমণ তাকে পৌছে দিয়েছে এদেশের দক্ষিণ- পশ্চিম কোল ঘেঁষে অবস্থান সুন্দরবনে। সুন্দরবনের সবুজ প্রান্ত, গোলপাতার জঙ্গল, চমকিত চিত্রা হরিণের দল, শ্বাসমূল, ভাটার টানে প্রাকৃতিক নকশাকৃত জমিন থেকে তিনি খুঁজে পেয়েছেন এই ”ম্যানগ্রোভ পোর্টাল” এর শিল্পভাবনা। সুন্দরবনের সৌন্দর্য অতুলনীয়। একদিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষত-বিক্ষত বনাঞ্চল আবার অন্যদিকে মানবসৃষ্ট ক্ষতিসমূহ বছরের পর বছর ধরে জীববৈচিত্র ধ্বংস করলেও সুন্দরবন এবং নজরকাড়া চিত্রাহরিণ গভীর প্রভাব ফেলেছে অভি শঙ্করের মনে। যার ফল ‘ম্যানগ্রোভ পোর্টাল’ সিরিজের মিনিমাল পেইন্টিংগুলো। অভি শঙ্করের ক্যানভাসে উঠে এসেছে ম্যানগ্রোভ বনের মধ্যাঞ্চলে জটপাকানো শ্বাসমুলের ভেতরে ঘুরে বেড়ানো চিত্রাহরিণের দল, দলছুট হয়ে যাওয়া প্রভৃত দৃষ্টিনন্দন মুহূর্ত। চিত্রা হরিণের বিভিন্ন ভঙ্গিমার সাথে প্রভাবক হিসেবে আছে দিবা-রাত্রির বিভিন্ন সময়ের প্রকৃতি, আকাশ, সূর্যালোক এবং বিভিন্ন ঋতু বিশেষ করে বর্ষাকাল। সব মিলিয়ে ক্যানভাসে শিল্প রসদের সাথে প্রকৃতির এত চমৎকার রসায়ন খুব একটা চোখে পড়ে না। চিত্রকর্মের শিরোনামেও আছে বৈচিত্র- ল্যাটিন, ইতালিয়ান, গিক, ইংরেজিতে নামকরণ করা হয়েছে।

13 AVI SHANKAR AIN Acrylic on Canvas 30`` X 42`` 2016১৯৮২ সালে ঢাকায় জন্ম গ্রহণ করা শিল্পী অভি শঙ্কর আইন সমসাময়িক শিল্পীদের মধ্যে দারুনভাবে সমাদৃত। ২০১৬ সালে সিঙ্গাপুরে আয়োজিত ‘সফরনামা’ শীর্ষক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ২০১৫ সালে এসপিবিএ গ্যালারি উদ্বোধনী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ২০১৪ সালে ইতালিতে আয়োজিত ‘ওপেন ১৭’ প্রদর্শনীতে অংশগ্রহণ করে শিল্পানুরাগীদের বিশেষ প্রশংসা পেয়েছেন। একই বছরে জাপানে আয়োজিত ‘কাহাল গ্রুপ আর্ট এক্সিবিশনে’ অংশগ্রহণ করেন। ২০১২ সালে অভি শংকরের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সম্মানজনক স্বীকৃতি নিয়ে বিএফএ এবং ২০১১ সালে  বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়  থেকে সম্মানজনক স্বীকৃতি নিয়ে এমএফএ ডিগ্রি লাভ করেন।

প্রদর্শনীটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

/এফএএন/