অনলাইন কেনাকাটায় ইএমআই সুবিধা!

shoppingবাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ লিমিটেড তার ক্রেতাদের সুদবিহীন ইএমআই স্কিম দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কাস্টমাররা স্মার্টফোন, টিভি, অ্যাপ্লায়েন্স, ফিটনেস ইত্যাদি পণ্য কেনার সময় অসাধারণ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা পাবেন ১০ শতাংশ ক্যাশ ব্যাক সুবিধা এবং ব্যাংক এশিয়া এর কার্ড এর ক্ষেত্রে পাবেন ৫ শতাংশ ক্যাশ ব্যাক। দারাজে তিন ও ছয় মাসের জিরো পারসেন্ট ইএমআই সুবিধা অফার করেছে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, "আমরা চাই আমাদের ক্রেতারা যাতে সহজে অনলাইনে পণ্য কিনতে পারে। অনেক সময় বড় অঙ্কের টাকা একবারে পেমেন্ট করতে অনেক সমস্যায় পড়তে হয়, কিন্তু ইএমআই সুবিধার আওতায় এখন সহজ কিস্তিতে পণ্য কেনা যাবে। আমরা বিশ্বাস করি, আমাদের এ উদ্যোগ ক্রেতাদের দামী ও হাই এন্ড পণ্য খুব সহজেই কিনতে সাহায্য করবে।"

শীর্ষস্থানীয় ব্যাংক ও পেমেন্ট পার্টনারদের সাথে চুক্তি এই প্রতিজ্ঞারই অংশবিশেষ। শীর্ষ ব্যাংকগুলোর সাথে এই চুক্তি কাস্টমারদের অনলাইন শপিংকে করবে আরও বেশি সহজ ও সাবলীল।

/এফএএন/