বডি স্ক্রাব ঘরেই!

oatmealবডি স্ক্রাব একটি নিত্যদিনের প্রয়োজন। ত্বক পরিষ্কার করতে স্ক্রাবের জুরি নেই।  প্রতিমাসেই বাজার খরচের সঙ্গে বডি স্ক্রাবের খরচ বাধ্যতামূলক। তবে মাসের খরচ থেকে এই স্ক্রাবের খরচ বাদ দিতে পারেন। ঘরেই তৈরি করে নিতে পারেন প্রতিদিনের স্ক্রাব।

দুটো স্ক্রাব তৈরির পদ্ধতি দেওয়া হলো।

ওটমিলের স্ক্রাব:

এটি তৈরি করতে আপনাদের লাগবে ছোট্ট এক কাপ ওটমিল, সেই কাপেই এক কাপ বেকিং সোডা এবং আধ লিটার গরম পানি। প্রথমে ওটমিলকে ব্লেন্ডারের ক্রাশারে আধভাঙা করে বেকিং সোডার সঙ্গে মিশিয়ে গরম পানির সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে স্ক্রাব তৈরি করতে হবে। ত্বকের জন্য এই সোডা এই ভীষণ ভালো। ফ্রিজে রেখে এই স্ক্রাব অনেকদিন ব্যবহার করা যায়।

কফি চিনির স্ক্রাব:

কফি ও চিনির স্ক্রাব তৈরিতে এক কাপ ক্রাশড কফি, এক কাপ চিনি, এক চামচ দারচিনি গুঁড়া ও কোয়ার্টার কাপ নারকেল তেল ভালো করে মিশিয়ে স্ক্রাব তৈরি করতে হবে।

কফি ও চিনির দানা আপনার ত্বক পরিষ্কার করবে এবং উজ্জ্বলতা বাড়াবে।

ত্বকের যত্নে ব্যবহার করুন এই দুটি স্ক্রাব।

/এফএএন/