উজ্জ্বল ত্বকের জন্য কফি

ত্বক হারিয়েছে তার লাবণ্য? নিয়মিত ঘরোয়া যত্নে ফিরিয়ে আনতে পারেন ত্বকের সৌন্দর্য। কফি ও দইয়ের তৈরি একটি ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। পাশাপাশি দূর হবে ত্বকের কালচে দাগ ও বলিরেখা।

কফির ফেসপ্যাক

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন কফির ফেসপ্যাক

  • একটি পাত্রে ১ টেবিল চামচ কফি পাউডার নিন।
  • ১ টেবিল চামচ দই মেশান।
  • মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগান।
  • ৩০ মিনিট অপেক্ষা করুন।
  • কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • কফির টোনার ব্যবহার করতে পারেন। কফির লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টোনার বানিয়ে প্রতিদিন ত্বকে স্প্রে করুন।

কফির ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?

  • কফিতে থাকা ক্যাফেইন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
  • ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয় না।
  • ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এটি।
  • ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।
  • ত্বকের কালচে দাগ দূর করে কফি।
  • ত্বক টানটান রাখে।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

/এনএ/