তাপ থেকে চুল বাঁচাবে যে স্প্রে

পার্টিতে যাওয়ার আগে হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করা হয় প্রায়ই। আবার ব্লো ড্রাই কিংবা কার্ল করার জন্যও চুলে তাপ প্রয়োগ করা লাগে। জানেন কি তাপ প্রয়োগকারী এসব মেশিনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চুল? চুল রুক্ষ হয়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার মতো সমস্যার কারণ তাপ প্রয়োগকারী মেশিন। ঘরে তৈরি একটি স্প্রে ব্যবহারে মুক্তি পেতে পারেন এ সমস্যা থেকে। চুলে মেশিন ব্যবহারের আগে স্প্রেটি ছিটিয়ে নিন চুলে। আর ক্ষতিগ্রস্ত হবে না চুল।  

তাপ থেকে চুল বাঁচাবে যে স্প্রে

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার স্প্রে

  • ১ কাপ কুসুম গরম পানি নিন।
  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান।
  • ১ চা চামচ নারকেল তেল দিন মিশ্রণে। চুল অতিরিক্ত তৈলাক্ত হলে  নারকেল তেলের বদলে আমন্ড অয়েল মেশাবেন।
  • ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন।
  • দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঝাঁকান।
  • যেকোনও হেয়ার স্টাইলিং মেশিন চুলে ব্যবহার করার আগে এটি স্প্রে করে নিন চুলে।

স্প্রেটি চুলে ব্যবহার করবেন কেন?

  • অ্যালোভেরা জেল স্ট্রেইটনার বা এ জাতীয় মেশিন থেকে রক্ষা করে চুল। এটি ব্যবহার করলে তাপ সরাসরি চুলের ক্ষতি করতে পারে না।
  • নারকেল তেল চুল অতিরিক্ত রুক্ষ হতে দেয় না।
  •  কর্ন ফ্লাওয়ার চুলের তেলতেলে ভাব কমায়।
  • স্প্রেটি ব্যবহার করার পর চুলে তাপ দিলে চুল ভেঙে যায় না ও বিবর্ণ হয় না।   

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

/এনএ/