টিপস অ্যান্ড ট্রিকস: এক জিনিসের অন্য ব্যবহার

টুথপেস্টের সাহায্যে কখনও গাড়ির হেডলাইট পরিষ্কার করেছেন? বাজারে যেসব পরিষ্কারক পাওয়া যায়, তার থেকেও দ্রুত কাজ করে টুথপেস্ট! এমনই বিভিন্ন টিপস ও ট্রিকস কাজে লাগিয়ে সহজ করতে পারেন জীবনযাপন।
এক জিনিসের অন্য ব্যবহার কীভাবে করবেন জেনে নিন-  

চুম্বকের অন্য ব্যবহার
মেটালিক জিনিসপত্র একসঙ্গে গুছিয়ে রাখতে ব্যবহার করতে পারেন লম্বা চুম্বক।

টেবিল চামচের অন্য ব্যবহার
বয়ামের ঢাকনা খুলতে ব্যবহার করতে পারেন টেবিল চামচ।

সাবানের অন্য ব্যবহার
সুটকেসে পুরনো কাপড় রাখার সময় এক টুকরা সাবান রেখে দিন। দুর্গন্ধ দূর হবে কাপড়ের।

পেপার ক্লিপের অন্য ব্যবহার
আঠালো টেপের শেষপ্রান্ত খুঁজে যাওয়া নিয়ে ঝক্কি পোহাতে হয়। ব্যবহার শেষে পেপার ক্লিপ লাগিয়ে নিন শেষপ্রান্তে। খুঁজে পাওয়া সহজ হবে।


ফাইল হোল্ডারের ব্যতিক্রমী ব্যবহার
রান্নাঘরের জায়গা বাঁচাতে ফাইল হোল্ডারে রাখতে পারেন ক্যান।


অ্যালুমিনিয়াম ফয়েলের ভিন্ন ব্যবহার
কাঁচি ধার করতে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিন বারকয়েক।

টুথপেস্টের ব্যতিক্রমী ব্যবহার
গাড়ির হেডলাইট পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।  

তথ্য: ব্রাইট সাইড