আলুর রস: দূর হবে ডার্ক সার্কেল

রাত জাগা, ক্লান্তি অথবা মানসিক অবসাদে চোখের আশেপাশের অংশ কালচে হয়ে যায়। এই কালচে দাগ অথবা ডার্ক সার্কেল দূর করার জন্য প্রতিদিন রাতে আট ঘণ্টা ঘুমের পাশাপাশি যত্ন নেওয়া চাই ত্বকের। আলুর রস ব্যবহারে মুক্তি পেতে পারেন ডার্ক সার্কেল থেকে।

আলু
যেভাবে আলুর রস ব্যবহার করবেন ত্বকে

  • আলুর পেস্টের সঙ্গে খানিকটা লেবুর রস মেশান।
  • ত্বক পরিষ্কার করে পেস্টটি পুরু করে লাগান চোখের নিচে।
  • আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে। রাতে এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে উঠিয়ে ফেলুন। পরদিন সকালে ত্বক ধুয়ে নিন।
  • সরাসরি আলুর রস ত্বকে ব্যবহার করতে চাইলে কয়েক টেবিল চামচ আলুর রস একটু পাত্রে নিন।
  • তুলা ভিজিয়ে নিন রসে।
  • ভেজা তুলা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।
  • রাতে ঘুমানোর আগে চোখের উপর ঠাণ্ডা তুলা দিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট।
  • পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।    

ত্বকে আলুর রস ব্যবহার করবে কেন?

  • আলুতে এমন কিছু উপাদান রয়েছে যা ডার্ক সার্কেল দূর করতে কার্যকর।
  • আলুতে রয়েছে ভিটামিন সি যা চোখের আশেপাশের ত্বকের বলিরেখা দূর করে।
  • আলুতে থাকা এনজাইম ত্বক উজ্জ্বল করে।
  • আলু প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক। ফলে দূর হয় কালচে দাগ।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট