চলছে ‘দিদি’ নির্বাচন!

IMG_0168শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে ‘বিশ্বরঙ’ বিগত বছরগুলোর মতো এবারও আয়োজন করেছে ‘শারদ সাজে বিশ্ব রঙের দিদি-২০১৭’। আনুষ্ঠানটির প্রথমদিনের অডিশন শুক্রবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে অনুষ্ঠিত হয়।

অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, নৃত্য শিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, হেয়ার স্টাইলিষ্ট কাজী কামরুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেত্রী শারমিন জোহা শশী এবং ফটোগ্রফার সাফওয়াত খান সাফু।

সাদিয়া ইসলাম মৌ বলেন, বিশ্ব রঙের বিপ্লব সাহা সবসময় আমাদের নতুন কিছু না কিছু উপহার দিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। এ অনুষ্ঠান কয়েক বছর যাবৎই হচ্ছে। আমি এটার সঙ্গেই আছি। সবচেয়ে ভালো লাগে যে, সাধারণ দর্শকদের জন্য কিছু করা যায়। কে হচ্ছেন শারদের দিদি তা আমি জানিনা। কিন্তু যারা এসেছেন, তাদের প্রত্যেকের জন্যই আমার আন্তরিক ভালোবাসা।IMG_0006

কানিজ আলমাস খান বলেন, বেশ কয়েক বছর যাবৎ শারদ সাজে বিশ্ব রঙের দিদি অনুষ্ঠানটি হচ্ছে। আমি এর সঙ্গেই আছি। দিদি হতে যারা এসেছেন তাদের অভিনন্দন। আজকে যারা দিদি হতে এসেছে, তারা অনেকেই অনেক গুণের অধিকারী। মূলত এখানে দিদি হিসেবে যাকে খোঁজা হচ্ছে, তিনি হবেন সর্ব গুণে গুনান্বিত থাকবেন। সংসারেও যেমন তারা সবাইকে নিয়ে সুখী থাকবেন এবং সংসারের বাইরেও তারা নিজের গুণ প্রতিষ্ঠায় সচেষ্ঠ থাকবেন। তেমনই একটি মানুষ খোঁজছে বিশ্বরঙ।

বিপ্লব সাহা বলেছেন, বিশ্বরংঙের আয়োজিত শারদ সাজে বিশ্ব রঙের দিদি অনুষ্ঠানটি মূলত নারীদের সচেতন করার জন্য। নারীদের প্রতিভাকে তুলে ধরার জন্য। আমাদের আশে পাশে অনেক নারী আছে, যারা সু-জায়গার অভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে না। মূলত আয়োজনটি তাদের জন্যই। কারণ, এখান থেকেই আমরা কিছু প্রতিভা পেয়ে থাকি মিডিয়া ও সামাজিক কাজের নেতৃত্ব্য দেয়। এজন্য আমরা তাদের অডিশনের ব্যবস্থা করেছি। এখান থেকে আমরা তিনজনকে দিদি হিসেবে উপাধি দিয়ে থাকবো। শুধু প্রতিভা দিয়ে তো কিছু হয় না, সাথে আরও গুণ থাকতে হয়। আশা করছি শারদ সাজে বিশ্ব রঙের দিদি-২০১৭ তে কিছু নতুন মুখ পাব। যাদের নিয়ে আমরা আগামী ভবিষ্যৎ গড়তে পারবো।

অনুষ্ঠানটির প্রথমদিনের অডিশনে বাছাইকৃত ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে ইয়েস কার্ড পেয়েছে ২৫ জন।IMG_0070

অডিশনের দ্বিতীয় দিনের আয়োজন আজ শনিবার সকাল সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে অনুষ্ঠিত হচ্ছে। শপিং মলে আগত আগ্রহীদের তাৎক্ষনিক রেজিষ্টেশনের ব্যবস্থা আছে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘বাংলা ট্রিবিউন’।

ছবি:  হাসনাত নাঈম।