ঘরের রসগোল্লা

rosgolকত জায়গায় রসগোল্লা খেয়েছেন। কত রকমের রসগোল্লা আছে। গরম ধোঁয়া ওঠা রসগোল্লার তো জুরি মেলা ভার। কলকাতার রসগোল্লার তো সেই সুনাম। কিন্তু সেই রসগোল্লা যদি আপনার ঘরেই তৈরি হয়? তাহলে নিশ্চয় কারও আপত্তি থাকবে না। বাংলা ট্রিবিউন আজকে দিচ্ছে রসগোল্লার রেসিপি।

উপকরণ:  

ছানা- দুই লিটার দুধের

ভিনেগার- আধ কাপ (ছানা তৈরি করতে)

কর্নফ্লাউয়ার- দুই টেবিল চামচ

চিনি- দুই টেবিল চামচ (ছানা মাখানোর জন্য)

চিনির সিরার জন্য-

পানি-ছয় কাপ

চিনি- তিন কাপ

দারচিনি- একটি

এলাচ- দুটিrosgollaপ্রণালি- প্রথমে দুধ জ্বাল দিয়ে তাতে ভিনিগার ছেড়ে দিয়ে ছানা তৈরি করতে হবে। এরপর ছানা একটি পাতলা কাপড়ে পুটলি বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। পানি একেবারে ঝরে গেলে চিনি ও ময়দা দিয়ে ভালো করে মথে নিতে হবে। এরপর ১০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে ঠাণ্ডা স্থানে রাখতে হবে। এরপর ছোট ছোট লেচি করে রসগোল্লার আকৃতি দিতে হবে।

একই সময় চুলায় সিরার জন্য পানি, চিনি, দারচিনি, এলাচ দিয়ে জ্বাল দিতে হবে। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টি ছেড়ে দিয়ে ছয় থেকে সাত মিনিট আচ করিয়ে জ্বাল দিতে হবে। দেখবেন রসগোল্লা ফুলে উঠে টইটম্বুর হয়ে উঠছে। গরম গরম পরিবেশন করুন।