লাইফ হ্যাকস: ঝটপট পরিচ্ছন্নতার টিপস

গৃহস্থালি পরিষ্কার পরিচ্ছতার পেছনে প্রতিদিন প্রচুর সময় ব্যয় হয়। কিছু টিপস জানা থাকলে সহজ হবে দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজ।

চা-কফির দাগ দূর করতে পারেন বেকিং সোডার সাহায্যে

  • বাথরুমের আয়নায় সামান্য শেভিং ফোম ঘষে পরিষ্কার করে নিন। বাষ্প জমে ঝাপসা হবে না।
  • চা অথবা কফির দাগ উঠছে না মগ থেকে? বেকিং সোডার সাহায্যে পরিষ্কার করুন। দূর হবে দাগ।
  • ল্যাপটপ পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবার টিস্যু অল্প ভিনেগারে ভিজিয়ে নিন।

ল্যাপটপ পরিষ্কার করবেন যেভাবে

  • কাঠের আসবাবে কফির মগ রাখার কারণে সাদাটে দাগ পড়ে গেছে? এ ধরনের দাগ দূর করতে প্রথমে দাগের উপরে হেয়ার ড্রায়ার ধরে রাখুন কিছুক্ষণ। তারপর নারকেল তেল দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
  • চায়ের ছাঁকনি পরিষ্কার করতে পানির মধ্যে সামান্য সাইট্রিক অ্যাসিড দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • কয়েকটি কমলার খোসা ছাড়িয়ে নিন। একটি বয়ামে সাদা ভিনেগার নিয়ে কমলার খোসা ভিজিয়ে রাখুন ২ সপ্তাহ। গৃহস্থালি পরিচ্ছন্নতায় ব্যবহার করুন এই প্রাকৃতিক পরিষ্কারক।
  • স্মার্টফোনের স্ক্রিনে তৈলাক্ত ধরনের ছাপ পরেছে? ইরেজারের সাহায্যে আঙুলের এ ধরনের ছাপ দূর করতে পারেন।

স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করুন ইরেজারের সাহায্যে

তথ্য: ব্রাইট সাইড