ঠোঁট সাজুক মনের মতো রঙে

কর্মক্ষেত্র থেকে দ্রুত যেতে হবে কোনও পার্টিতে, অথচ বিবর্ণ দেখাচ্ছে চেহারা! ঝটপট লুক চেঞ্জ করতে কিন্তু কেবল একটি প্রসাধনীই যথেষ্ট! শুধু ঠোঁট রাঙিয়ে নিন গাঢ় কোনও রঙে। ব্যস! নিমিষেই চেহারা বদলে যাবে একদম। নারীর সাজে পূর্ণতা দিতে সম্প্রতি আন্তর্জাতিকমানের লিপস্টিক ও লিপগ্লস এনেছে দেশি  কসমেটিকস ব্র্যান্ড কনা-বাই ফারনাজ আলম।
thumbnail
 
রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম জানালেন পারফেক্ট লিপস্টিক লাগানোর নিয়ম। লিপ ব্রাশের সাহায্যে লিপস্টিক ঠোঁটে লিপস্টিক ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এতে ঠোঁটের শেপ ভালো বোঝা যাবে। সেন্টার থেকে আউটওয়ার্ড স্ট্রোকে লিপ ব্রাশ লাগান। অতিরিক্ত লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে নিন। রাতের অনুষ্ঠানের জন্য গাঢ় রং ব্যবহার করুন। আর দিনে ব্যবহারের জন্য বেছে নিন হালকা রংয়ের লিপিস্টিক বা লিপগ্লস।