পুদিনা যেভাবে দূর করে ব্রণ

পুদিনায় রয়েছে মেন্থল যা ব্রণের লালচে ভাব কমায়। এছাড়া ব্রণ শুকানোর পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও কার্যকর পুদিনা। চাইলে পুদিনা পাতার রস সরাসরি ব্যবহার করতে পারেন ব্রণে। আবার লেবুর রসের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করা যায়। জেনে নিন ব্রণ দূর করতে কীভাবে পুদিনা ব্যবহার করবেন ত্বকে।

পুদিনা যেভাবে দূর করে ব্রণ

  • মুঠোভর্তি পুদিনা পাতা ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন।
  • তুলার টুকরায় পুদিনার পেস্ট নিয়ে ব্রণের দাগের উপর লাগান।
  • ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • প্রতিদিন দুইবার এই পেস্ট ব্যবহার করুন। ধীরে ধীরে ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট