বিশ্ব ডায়াবেটিস দিবসে দেশজুড়ে বিশেষ কার্যক্রম

 DAB and NOVONORDISK Press conferenceদেশজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে নভো নরডিস্ক, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও পদ্মা টেক্সটাইল। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে ১০ নভেম্বর থেকে শুরু হলো তাদের সচেতনতামূলক কার্যক্রম।

নভো নরডিস্ক অংশীদারিত্বের মাধ্যেমে সারাদেশে ১৫০টি র‌্যালি, ১৫ হাজার গর্ভবতী নারীদের ডায়াবেটিস পরীক্ষা, পাঁচ হাজার ডায়াবেটলজিস্ট এবং দুই হাজারেরও বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের ডায়াবেটিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দিবে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ডেনমার্কে রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নভো নরডিস্ক ওষুধের বাইরেও সচেতনতা সৃষ্টি এবং যাদের ইনসুলিন প্রয়োজন তাদের জন্য সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, সরকারকে আধুনিক ঔষধের সহজলভ্যতা নিশ্চিতকরে রোগীদের পাশে দাঁড়াতে হবে এবং স্বাস্থ্যখাতের কোম্পানি নভো নরডিস্ককেও সহযোগিতা করতে হবে যেন সচেতনতা বাড়াতে আরও কাজ করতে পারে।    

নভো নরডিস্ক এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠি বলেন, আমরা বিশ্বাস করি সচেতনতা ও শিক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রনের প্রধান নিয়ামক। এ কারণে আমরা ড্যাব এর সঙ্গে কাজ করছি ডায়াবেটিসের প্রতিরোধ, সনাক্তিকরণ, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা বাড়াতে।

ডায়াবেটিস পরিবর্তনের শুভেচ্ছা দূত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, আমি আশা করি বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার মাধ্যেমে মানুষ তাদের জীবনের নতুন ইনিংস দারুন ভাবে শুরু করবে এবং একই সঙ্গে কার্যকর এবং কোয়ালিটি ইনসুলিনের মাধ্যমে সুখী ও আনন্দময় জীবন উপভোগ করতে পারেন।