ডি ফটোক্যাফের সাদাকালো ছবির প্রদর্শনী

২০০টিরও বেশি সাদাকালো ছবি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ফেসবুকভিত্তিক অনলাইন গ্রুপ ডি ফটোক্যাফের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা শংকর সজল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , এমন মহান উদ্যোগের সাথে আমাকে যারা যুক্ত করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ডি ফটোক্যাফের সাফল্য কামনা করি।

thumbddnail


বিশ্বের নানা দেশের ফটোগ্রাফারদের তোলা ছবিও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি নিয়ে আড্ডা, পর্যালোচনা এবং কর্মশালা। দ্বিতীয় দিন থাকছে স্বনামধন্য আলোকচিত্রীদের দ্বারা পরিচালিত ওয়ার্কশপ। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই ওয়ার্কশপ। এটি সবার জন্য উন্মুক্ত।
আয়োজক ডি ফটোক্যাফের এডমিন শাফিনাজ জাহান মিথিলা বাংলা ট্রিবিউনকে জানান, ন্যাচারাল কালারের ছবির প্রদর্শন সবসময়ই হয়। ভিন্ন কিছু করার চেষ্টা করেছি আমরা। সাদাকালো ছবির আবেদন অনেক বেশি। এই কাজের সম্পর্কেও সবার জানা উচিত।

thumbnail
প্রদর্শনী চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।