দইয়ের হেয়ার প্যাক: বন্ধ হবে চুলের আগা ফাটা

চুল হারিয়েছে তার স্বাভাবিক সৌন্দর্য? সপ্তাহে একবার ব্যবহার করুন দই, মধু ও লেবুর তৈরি হেয়ার প্যাক। চুলের রুক্ষতা দূর হবে। পাশাপাশি বন্ধ হবে চুলের আগা ফাটা ও চুল পড়া। 

দইয়ের হেয়ার প্যাক

দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় দই থেকে। এই দুই প্রয়োজনীয় পুষ্টিগুণ চুলের বৃদ্ধি দ্রুত করে। পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম ও ঝলমলে করে।
  • মধু চুল মসৃণ ও সুন্দর করে।
  • লেবুর রস পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি চুলে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।  
  • দইয়ের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটা বন্ধ হয়।
  • চুল পড়া বন্ধ করতেও এই হেয়ার প্যাক কার্যকর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন দইয়ের হেয়ার প্যাক

  • একটি পাত্রে ২-৩ টেবিল চামচ টক দই নিন।
  • ২ টেবিল চামচ খাঁটি মধু মেশান।
  • ১টি লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে মিশ্রণটি মিহি করুন।
  • পরিষ্কার ও শুকনা চুলে হেয়ার প্যাকটি লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন।
  • ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে একদিন ব্যবহার করুন দইয়ের হেয়ার প্যাক।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট