কফি-অ্যালোভেরা আইস কিউব: ত্বক হবে টানটান

ত্বক অথবা চোখের নিচের অংশ ফোলা দেখাচ্ছে? কফি ও অ্যালোভেরা জেল জমিয়ে বরফ তৈরি করে ব্যবহার করতে পারেন ত্বকে। ফোলা ভাব দূর তো হবেই, পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। বলিরেখা দূর করতেও অনন্য এই আইস কিউব।

কফি-অ্যালোভেরা আইস কিউব যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • একটি পাত্রে ১ কাপ পানি নিন।
  • ৩ টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে নিন।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন মিশ্রণে।
  • মিশ্রণটি ভালো করে নেড়ে বরফ জমানোর ট্রেতে করে ফ্রিজে রাখুন।
  • দিনে একবার মুখে বুলিয়ে নিন কফি-অ্যালোভেরা আইস কিউব।

কফি ও অ্যালোভেরার আইস কিউব কেন ব্যবহার করবেন?

  • কফিতে থাকা ক্যাফেইন ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বক সুস্থ থাকে।
  • ত্বকের ফোলা ভাব কমায় এটি।
  • বলিরেখা দূর করতে পারে কফি।
  • অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে যত্ন নেয় ত্বকের।
  • ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এই আইস কিউব।
  • ত্বক নরম ও কোমল হয়।
  • ·         ত্বকের ক্লান্তু দূর করতে জুড়ি নেই এই বরফের।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট