বর্ষবরণের বর্ণিল আয়োজন

25993332_10215171897949845_361847448_oইংরেজি ২০১৮ সালকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। বর্ষবরণকে সামনে রেখে র‍্যাডিসনের পুরো লবি সাজানো হয়েছে নানা ধরণের রঙিন বাতি দিয়ে। দিনব্যাপী থাকছে নানা আয়োজন। 

৩১ ডিসেম্বর রাত ১২টার আগে থেকেই নতুন বছরকে স্বাগত জানাতে আকর্ষণীয় আয়োজনে চলবে সময় গণনা। বিশেষভাবে উদযাপন করা হবে ২০১৭ সালের প্রতিটি সেকেন্ড। সেই সঙ্গে নতুন বছরের আগমনী মুহূর্তেই থাকবে চমক। বেলুন ড্রপ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বর্ষবরণ।

২০১৮ সালের প্রথম প্রহরেই এক সঙ্গে ২ হাজার ১৮ টি বেলুন উড়িয়ে বরণ করা হবে নতুন বছরকে। র‍্যাডিসনের অতিথিদের জন্য এ সময় পরিবেশন করা হবে ফ্রি মজাদার আইসক্রিম। বর্ষবরণের এই পুরো আয়োজনে লবিতে চলবে লাইভ মিউজিক পরিবেশনা। সুরের মুর্ছনা তুলবেন কলম্বিয়ান খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও থাকবে গালা বুফে ডিনারসহ নানা আয়োজন। বিস্তারিত জানতে ভিজিট করুন।