কাঁচা টমেটোর আচার বানাবেন যেভাবে

কাঁচা টমেটো দিয়ে টক-মিষ্টি-ঝাল আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। খিচুড়ি অথবা নান রুটির সঙ্গে মজাদার এই আচার। খেতে পারবেন সিঙ্গারা অথবা সমুচার সঙ্গেও। জেনে নিন কীভাবে বানাবেন আচার।

কাঁচা টমেটোর আচার

উপকরণ
কাঁচা টমেটো- ৪টি
সরিষার তেল- আধা কাপ
গুড়- আধা কাপ
সরিষা- ২ টেবিল চামচ
মৌরি- ১ টেবিল চামচ
জিরা- ১ চা চামচ
কালোজিরা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
হলুদ গুঁড়া- আধা চা চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
ভিনেগার- ১ চা চামচ
সাইট্রিক অ্যাসিড- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
প্রস্তুত প্রণালি
প্যানে তেল গরম করে জিরা, মৌরি ও কালোজিরা ভাজুন। আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ও টমেটোর স্লাইস দিয়ে দিন। গুড় ও ভিনেগার দিন। লবণ ও সাইট্রিক অ্যাসিড দিয়ে কয়েক মিনিট নেড়ে নামিয়ে নিন কাঁচা টমেটোর আচার। বয়ামে সংরক্ষণ করুন টক-মিষ্টি আচার।