তেলাপোকা মারার ফাঁদ তৈরি করবেন যেভাবে

তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ? কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে বিষমুক্ত উপায়েই দূর করতে পারেন তেলাপোকা। তবে তেলাপোকা মারার মতোই জরুরি প্রতিরোধ করা। সেজন্য ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।

How-to-Get-Rid-of-Roaches
পরিচ্ছন্নতার বিকল্প নেই
তেলাপোকা থেকে মুক্তি পেতে চাইলে ঘরবাড়ি রাখা চাই ময়লা ও ধুলাবালিমুক্ত। এদিক-সেদিক খাবার ফেলে রাখলে কিংবা দীর্ঘক্ষণ এঁটো থালাবাসন ফেলে রাখলে বাড়ে তেলাপোকার উপদ্রব।
অন্দর স্যাঁতসেঁতে রাখবেন না
স্যাঁতসেঁতে পরিবেশে তেলাপোকার আনাগোনা বাড়ে। তেলাপোকা ৭ দিনের বেশি পানি ছাড়া বাঁচতে পারে না। তাই ঘরদোর শুকনা রাখলে মুক্তি মিলবে তেলাপোকার যন্ত্রণা থেকে। ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ রাখুন।
কড়া সুগন্ধিযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন
ঘরের মেঝে পরিষ্কার করার সময় কড়া সুগন্ধিযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন। এটি তেলাপোকার আনাগোনা কমাতে সাহায্য করবে।  
ঘর ঠাণ্ডা রাখুন
অতিরিক্ত গরমে তেলাপোকার উপদ্রব বাড়ে। তাই ঘরের তাপমাত্রা ঠাণ্ডা রাখুন।
যেভাবে তৈরি করবেন তেলাপোকা মারার ফাঁদ

aid103761-v4-728px-Get-Rid-of-Roaches-Step-15-Version-2

  • সমপরিমাণ বেকিং সোডা ও চিনির সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। ক্যাবিনেট, বেসিনের তলা কিংবা যেখানে তেলাপোকা বেশি দেখা যায় এমন স্থানে এই পেস্ট লাগিয়ে রাখুন। বেকিং সোডা ধীরে ধীরে মেরে ফেলবে তেলাপোকা। সপ্তাহে কয়েকবার এই পেস্ট ব্যবহার করুন।  
  • ৩ চা চামচ বোরিক অ্যাসিডের সঙ্গে ৩ চা চামচ চিনি ও পরিমাণ মতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। একটি গভীর জারে মিশ্রণটি লাগিয়ে রাখুন। জারটি এমন জায়গায় রাখুন যেখানে প্রায় সময়ই দেখা পাওয়া যায় তেলাপোকার। সপ্তাহ দুয়েক এভাবে ফাঁদ পেতে রাখলে দূর হয়ে যাবে বাসার সব তেলাপোকা।  
  • একটি প্লাস্টিকের বোতলের উপরের অংশ কেটে ফেলুন। এবার বোতলের ভেতর সাবান-পানি দিন। উপরের অংশ উল্টো করে ফানেলের মতো করে রাখুন। এভাবে কয়েকটি বোতল ঘরের বিভিন্ন স্থানে রেখে দিন। আঁটকে পড়বে তেলাপোকা।
  • খাবার দিয়েও একই রকম ফাঁদ বানাতে পারেন। সেক্ষেত্রে বোতলের গায়ে ভ্যাসলিন মাখিয়ে ভেতরে খাবার রেখে দিন। পিনাট বাটার বা জেলি রাখতে পারেন। খাবারের খোঁজে তেলাপোকা বোতলে প্রবেশ করলেও বের হতে পারবে না।  

তথ্য: বোল্ডস্কাই, পেস্টউইকি