টিপ যখন ক্যানভাস!

হঠাৎ উড়ে আসা একটি রঙিন প্রজাপতি যদি পথ ভুলে বসে পড়ে আপনার কপালে, তবে কেমন হয়? কিংবা কপালের ঠিক মাঝ বরাবর যদি ফুটে থাকে আস্ত একটি ফুল? তুলির আঁচড়ে ফুটে ওঠা এই একটি ফুল কিংবা প্রজাপতিই কিন্তু বদলে দেবে আপনার পুরো সাজসজ্জা!

টিপ ও মালা- কথার দোকান

টিপ- গীতিকা

টিপ- সারানা

এক সময় গায়ে হলুদ, পহেলা বৈশাখ কিংবা বিভিন্ন ধরনের বাঙালি অনুষ্ঠানেই কেবল তরুণীদের কপালে দেখা যেত অপেক্ষাকৃত বড় আকারে টিপ। সে রীতি ভেঙে দৈনন্দিন সাজের সঙ্গে বড় টিপ পরার প্রচলনটাও হয়েছে বেশ আগে। এখন সেই গোলাকার টিপই সেজে উঠছে নিত্য নতুন ঢঙে। টিপকে ক্যানভাস বানিয়ে চলছে আঁকিবুঁকি। কখনও কলকির নকশায় সেজে উঠছে টিপ, কখনও কপাল জুড়ে পাপড়ি মেলে দিচ্ছে রঙিন ফুল।

টিপ- গীতিকা
বিবি প্রোডাকশন টিপে নকশা করার ব্যতিক্রমী ধারণাটি নিয়ে আসে সর্বপ্রথম। তাদের রিকশা পেইন্ট ও ফুলেল নকশার টিপ তুমুল জনপ্রিয়তা লাভ করে তরুণীদের কাছে। এরপর নকশা টিপের পালে লেগেছে হাওয়া। টিপকে ক্যানভাস বানিয়ে চলছে বিভিন্ন ধরনের নিরীক্ষা। তরুণীরাও লুফে নিচ্ছেন হাতে আঁকা এসব টিপ।    

টিপ- দয়ীতা
অনলাইপ শপ গীতিকার স্বত্বাধিকারী ও ডিজাইনার রুবানা করিম অনেকদিন ধরেই কাজ করছেন আলপনা টিপ নিয়ে। তিনি জানালেন, শাড়ির সঙ্গে নকশা করা বড় একটি টিপ পরলে আর কোনও গয়নাই লাগে না। টিনএজার থেকে শুরু করে মধ্যবয়স্ক নারীরাও টিপ কেনেন তার কাছ থেকে। অনেক ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেও টিপ কেনেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য।

টিপ- সারানা

টিপ- সারানা
চারুকলা থেকে পড়াশোনা শেষ করে নিজের অনলাইন শপ ‘কথার দোকান’ নিয়ে কাজ করছেন আজমাইন আজাদ কথা। টিপ পরতে পছন্দ করা কথা নিজেই নকশা করে নেন টিপে। জানালেন মায়ের দেখাদেখি বড় টিপ পরা শুরু করেছিলেন। এখন এটিই হয়ে উঠেছে তার ব্যক্তিত্বের অন্যতম অংশ। মেকআপ একদম পছন্দ করেন না কথা, কেবল কাজল আর বড় একটি টিপেই দিনভর থাকেন স্বাচ্ছন্দ্যে। কখনও নকশা টিপের নিচে রং অথবা কাজল দিয়ে টেনে দেন ছোট্ট একটি লাইন, ব্যস! আনকোরা স্টাইলটি কথার একদম নিজস্ব।

টিপ- গীতিকা, মালা- কথার দোকান
সাংবাদিক উদিসা ইমনকে দেখা মাত্রই তার পরিচিতজনদের চোখ চলে যায় তার কপালে, যেন টিপটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া! প্রতিদিন নিত্য নতুন নকশা টিপ পরতে পছন্দ করেন তিনি। ‘নারী পুরুষ উভয়েরই নিজেকে সঠিকভাবে উপস্থাপনের একটা বিষয় থাকে। সেটা অন্যকে দেখানোর জন্য যতটা না, তার চেয়েও বেশি নিজের ভালো লাগার জন্য। আমার কাছে টিপ আত্নবিশ্বাসের প্রতীক। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ যখন কপালে টিপ পরেন, সেটা ব্যক্তিত্বে ভিন্ন মাত্রা যোগ করে’- বলেন উদিসা।

টিপ- গীতিকা
কেবল শাড়ি অথবা বাঙালি পোশাকের সঙ্গেই টিপ পরতে হবে এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে পশ্চিমা পোশাকের সঙ্গেও অনেকে দিব্যি পরছেন টিপ। আবার খুব সাজগোজ করে তারপর টিপ পরতে হবে এমন ধারণা থেকেও বের হয়ে এসেছেন তরুণীরা। একটি সাদামাটা ফতুয়া ও এলোমেলো চুলের সঙ্গে কপালে চট করে বসিয়ে নিচ্ছেন আলপনা করা একটি বড় টিপ।

টিপ- দয়ীতা

টিপ- গীতিকা

টিপ- গীতিকা

অনলাইন পেইজ ‘দয়ীতা’র স্বত্বাধিকারী সাইদা সুলতানা মিলি টিপ কেটে দেন বিভিন্ন আকৃতি। কখনও ফুল আবার কখন সূর্য হয়ে সাজে বিশেষত্ব নিয়ে আসে তার টিপ। জানালেন, তার টিপের ক্রেতা দেশ পেরিয়ে বিদেশেও আছেন।

টিপ- সারানা

টিপ- দয়ীতা
রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন নকশা করা বড় টিপ পরেন প্রায়ই। তিনি বলেন, নকশা করা বড় একটি টিপে খুব সহজেই সাজে চলে আসে উৎসবের আমেজ। তবে নকশা টিপ সবাইকে মানায় না। টিপ শুধু পরলেই হবে না, সেটি সাজ কিংবা ব্যক্তিত্বের সঙ্গে ঠিকঠাক মানাচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখাও জরুরি। আবার টিপ ঠিক মতো পরছেন কিনা সেটার উপরও নির্ভর করে টিপের সৌন্দর্য। কপাল ছোট হলে অথবা ভ্রু জোড়া হলে বড় টিপ না পরারই পরামর্শ দেন আফরোজা। মাঝারি সাইজের গোল টিপ মানিয়ে যায় সব ধরনের মুখেই।  

টিপ- দয়ীতা

টিপ- কথার দোকান
বিবি প্রোডাকশনের পাশাপাশি গীতিকা, দয়ীতা, প্রিয়তমেষু, সারানা, বেগুনি প্রজাপতিসহ বেশ কিছু অনলাইন পেইজে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নকশা করা টিপ। গোল টিপের পাশাপাশি রয়েছে পানপাতা আকৃতি, ওভাল আকৃতির টিপ। টিপ কেটে টিপের উপর বসিয়েও তৈরি হচ্ছে চমৎকার সব নকশা। ঝুমকা, বিডস ও রং দিয়ে সাজানো এসব টিপ পরে সেজে উঠতে পারেন আপনিও! পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন টিপ। আবার কন্ট্রাস্ট রংয়েও বৈচিত্র্য নিয়ে আসতে পারেন সাজে। 

টিপ- সারানা

মডেল: আজমাইন আজাদ কথা।
টিপ ও অনুষঙ্গ কৃতজ্ঞতা: গীতিকা, কথার দোকান, দয়ীতা এবং সারানা। 
ছবি: রাব্বি ইসলাম, ওয়েডিং রিফ্লেকশন।