চুল ঝলমলে করে ভিটামিন ই অয়েল

ভিটামিন ই ক্যাপসুল থেকে তেলটুকু বের করে সরাসরি ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও নরম। এছাড়া চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতে এই তেল অতুলনীয়। বিভিন্ন তেল ও প্রাকৃতিক উপকরণের সঙ্গে মিশিয়েও চুলে ব্যবহার করতে পারেন ভিটামিন ই অয়েল।

ভিটামিন ই ক্যাপসুল
আমন্ড অয়েল ও ভিটামিন ই অয়েল
২টি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ২ চা চামচ আমন্ড অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও সুন্দর।
দই ও ভিটামিন ই অয়েল
২-৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল সংগ্রহ করে ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পড়ে নিন। ১ ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে রেগুলার শ্যাম্পু ব্যবহার করুন। চুলের রুক্ষতা দূর হবে।
ভিটামিন ই অয়েল ও অলিভ অয়েল
১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েকটি ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করে অপেক্ষা করুন ১ ঘণ্টা। কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

তথ্য: বোল্ডস্কাই