ভালোবাসার মূল্য যুদ্ধ!

ভালোবাসা দিবস আসতে বাকি আরও ১২ দিন। কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই এ নিয়ে চলছে নানা আয়োজন এবং নানা প্রস্তুতি। ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটানোর প্রয়োজনে সবার আগে যা বেছে নেন তা হলো রেস্টুরেন্ট। তাই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আয়োজনে মগ্ন থাকে ঢাকার রেস্টুরেন্টগুলো।

Downloads12

তবে এবার শুরুটা ভিন্ন। এ মাসের শুরুতেই ভ্যালেন্টাইন কাপল অফার নিয়ে প্রায় ১১ লাখ টাকার প্যাকেজ ঘোষণা করে হোটেল আমারি ঢাকা। প্যাকেজে খাবার তো আছেই, সাথে আছে ঢাকার চারপাশে আকাশপথে ঘুরে বেড়ানোর সুযোগ। এই প্যাকেজ আসার পর সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয় তীব্র আলোচনা এবং সমালোচনা।

এরই মাঝখানে চলে আসে হোটেল লেক শোরের ভ্যালেন্টাইন অফার যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। বিজ্ঞাপনে তারা লিখেছে ‘ভালাবাসার জন্য কিডনি বিক্রয় করার প্রয়োজন নেই।' আরও আছে টোকিও এক্সপ্রেসের বিজ্ঞাপন। তারা তো রীতিমত ‘তোমারিই টোকিও’ উল্লেখ করে বলে দিয়েছে কারও মন জেতার জন্য কিডনি বেচবেন কেন? মেন্যুতে উল্লেখিত মূল্যেই খাবার অর্ডার করুন।

মূল্য যুদ্ধের এই প্রতিযোগিতায় বাদ পড়েনি বার্গার রেস্টুরেন্ট খ্যাত বনানীর ফুডবুক। তারা রীতিমত নামও বদলে রেখে দিয়েছে ‘আমাদেরই ফুডবুক’। ৯ লাখ টাকা কেটে অফার নিয়ে এসেছেন মাত্র ৯০০ টাকায়।