বইমেলায় অমিত গোস্বামীর ৪ বই

অমিত গোস্বামীর বইকবি হিসেবেই পরিচিতি অমিত গোস্বামীর। তবে ঔপন্যাসিক হিসেবেও বেশ ভালো সাড়া ফেলেছেন পশ্চিমবঙ্গের এই লেখক। এবারের অমর একুশে বইমেলায় এই লেখকের নতুন তিনটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া পুরনো একটি বইয়ের নতুন সংস্করণ প্রকাশ হবে।

বইগুলোর সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেওয়া হলো...

দেশ পাবলিকেশনস থেকে এসেছে উপন্যাস বেবাইজান। পশ্চিমবঙ্গে বেদে, বাংলাদেশে বাদিয়া বা বাইদ্যা নামে পরিচিত একটি জনগোষ্ঠীর দেখা মেলে নদীকূলে। এই জনগোষ্ঠীকে

এ বইটির জন্য  'দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭' পেয়েছেন এ লেখক।

জাগৃতি থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘রজব আলির গজব’। এই উপন্যাস একটি নিরন্তর সন্ধানের গল্প। নব্বই ছুঁই ছুঁই রজব আলির জীবন বিচিত্র। বিভিন্ন পেশার আশ্রয় তাকে নিতে হয়েছিল। কখনও বায়স্কোপওয়ালা, কখনও হাতুড়ে ডাক্তার।

শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদকে নিয়ে রচিত উপন্যাস ‘আলতাফ’ পাওয়া যাবে বাংলা প্রকাশ থেকে। এছাড়া নন্দিতা প্রকাশ থেকে এসেছে নিরেট প্রেমের উপন্যাস ‘যখন বৃষ্টি নামল’