'মায়াদ্বীপ ২৩৯০' দুঃসাহসী অভিযানের গল্প

28080895_10156407871933322_217783989_oঅমর একুশে গ্রন্থমেলায় বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী মায়াদ্বী ২৩৯০। ভবিষ্যতের এক দ্বীপের গল্প। মূল ভূখণ্ডের কথা জানে না সেই দ্বীপের বাসিন্দারা। কাজ করে ‘কোম্পানি’তে। গ্রামবাসীর কাছে ওই কোম্পানিই সব। তাদের কর্তা। কোম্পানির কথামতো চলতে বাধ্য সবাই। কিন্তু বাধ সাধে অন্তু নামের এক দুঃসাহসী কিশোর। অনুসন্ধানী মন উঁকি দিতে চায় গণ্ডির বাইরে। পালাতে চায় মায়াদ্বীপ ছেড়ে। সঙ্গী হয় বন্ধু ফটিক। এরপরই খুলতে থাকে একটার পর একটা মুখোশ।

ধ্রুব নীলের মায়াদ্বীপ ২৩৯০ নামের সায়েন্স ফিকশনটিতে আছে মাটির ঘ্রাণ, আছে প্রকৃতির কাছে থাকার আকুলতা ও আছে মানুষের শেকল ছেঁড়ার যত ইতিহাস, তার পুনরাবৃত্তি। বইটির দাম ২২০টাকা। প্রচ্ছদ এঁকেছেন নাজমুল মাসুম।