চুল পড়া কমায় করলার হেয়ার প্যাক

করলার পুষ্টিগুণের কথা সবারই জানা। চুলচর্চায়ও এর জুড়ি নেই। চুল পড়া কমানোর পাশাপাশি খুশকি দূর করতে পারে এটি। জেনে নিন চুলের যত্নে করলা ব্যবহার করবেন কীভাবে।

করলা

  • করলার রসের সঙ্গে জিরা মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে খুশকি দূর হবে।    
  • চুলের আগা ফেটে যাওয়া রোধ করে করলা। চুলের আগায় করলার রস লাগান। ৪৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এভাবে ব্যবহার করলে আগা ফাটবে না চুলের।
  • চুলে ধূসর রং করতে চাইলে কারি পাতার সঙ্গে করলার রস মিশিয়ে চুলে লাগান। একঘন্টা পর ধুয়ে ফেলুন।
  • চুল পড়া কমাতে পারে করলার রস। দই ও করলার রস সমপরিমাণ মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি চুল ঘন করতেও সাহায্য করবে।
  • মাথার ত্বক রুক্ষ হয়ে চুল পড়ে যায় অনেক সময়। এ সমস্যার সমাধানে আধা কাপ করলার রসের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মাথার ত্বকের শুষ্কতা কমবে।

তথ্য: বোল্ডস্কাই