চা প্রদর্শনীর আসর মাতালো চিরকুট

দেশি সকল চায়ের ব্র্যান্ড নিয়ে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮।’ প্রদর্শনীর দ্বিতীয় দিনের সন্ধ্যায় দর্শকদের গানের ছন্দে মাতালো চিরকুট।

চলছে চিরকুট ব্যান্ডের পরিবেশনা
আয়োজনের দ্বিতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে মঞ্চে ওঠে ব্যান্ড চিরকুট। জাদুর শহর গান দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা। রাত হলেও মঞ্চের সামনে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মরে যাবো, বন্ধু তুই, আহারে জীবন থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশ করেন তারা।  এসময় দশর্করা হাত তালি ও মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে।

চলছে চিরকুট ব্যান্ডের পরিবেশনা
এর আগে মঞ্চে গান পরিবেশন করেন রিয়াদ হাসান ও শুভসহ আরও বেশ কয়েকজন শিল্পী।
বাংলাদেশ চা প্রদর্শনীর শেষ দিনের আয়োজন শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারী সকাল ১১টায়। আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, রেডিও ফুর্তি ও জিটিভি।