মেলায় উল্লাসিত শিশু চত্বর

চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। লেখক, সাহিত্যিক, প্রকাশকসহ হাজারও পাঠকের পদচারণায় মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দীর ময়দানের আংশিক অংশ। মেলায় শিশুদের জন্য সাজানো আছে শিশু চত্বর। সকাল থেকে রাত পর্যন্ত এখানে শিশুদের আনাগোনা লক্ষ করা গেছে।

aa
অমর একুশে বই মেলায় প্রতি বছরের মতো এ বছরও সিসিমপুর তার বিশাল আয়োজন নিয়ে হাজির হয়েছে। সিসিমপুর মেলার শিশু চত্বরে শিশু মঞ্চ তৈরি করেছে সিসিমপুরের আদলে। প্রতি শুক্রবার ও শনিবার শিশু প্রহরে এবং বিকালে সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু নিয়মিত হাজির হচ্ছে শিশু মঞ্চে। তাদের উপস্থিতি দেখে শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে শিশু চত্বর। সেই সাথে সিসিমপুর স্টল তো আছেই বরাবরের মতোই।

jj
সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম জনান, ‘শিশুদের আনন্দ দেখে আমরা সিসিমপুরের কর্মীরাও অন্যরকম আনন্দ পাই। শিশুরা যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই বরাবরের মত এবারও এই শিশু মঞ্চের আয়োজন।’

lifestyle pic edit template full hd
শিশু চত্বরে শিশুদের উপযোগী বইয়ের মধ্যে রয়েছে কমিকস, রূপকথার গল্প, বিজ্ঞানভিত্তিক গল্প, বর্ণ পরিচয়সহ আরও অনেক বই।