মেলায় উদিসা ইসলামের বই ‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক উদিসা ইসলামের সাক্ষাতকারভিত্তিক বই ‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ।’ শ্রাবণ প্রকাশনীর স্টলে মিলবে বইটি।

STORY5
মুক্তিযোদ্ধা বললে বেশিরভাগ মানুষয়ই বোঝেন পুরুষ আর বীরাঙ্গনা মানে নির্যাতনের শিকার নারী। অথচ স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন অনেক নারী, সেটা আমরা অনেকেই জানি না। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীদের গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। ১৯৭১- এ যে নারীরা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা যতটা বলতে চেয়েছেন, ততটাই রাখা হয়েছে বইয়ে। আরেকবার তাদের সেই নিপীড়নের চিত্র মনে করিয়ে দিতে চাননি সাক্ষাতকারগ্রহীতা। তিনি চেয়েছেন, যেভাবে বলতে স্বস্তি পান সেভাবেই তাদের কথাগুলো তুলে আনতে। তবে বইটি পড়ে পাঠকদের মনে হবে, এই নিপীড়ন মুক্তিযোদ্ধার শরীরে লাগা বুলেটের আঘাতের চেয়ে কোনও অংশে কম নয়। বীরাঙ্গনারা প্রকৃত লড়াইটা করেছিলেন এবং করছেন আজও।
‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’ বইটির ভূমিকা লিখেছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। ভূমিকায় তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ, পরবর্তী প্রজন্মের জানা দরকার এই কথাগুলো।’
মুক্তিযুদ্ধে নারী নিয়ে এটিই উদিসা ইসলামের প্রথম সাক্ষাতকারভিত্তিক বই। এর আগে বেশকয়েকটি অনুদিত বই প্রকাশিত হয়েছে এই লেখকের। এরমধ্যে সাহিত্যে নোবেল পাওয়া নারীদের নোবেল বক্তৃতার অনুবাদ, ইরানি চলচ্চিত্রে নারী, মুখোমুখি সত্যজিত-ঋত্বিক, নারীবাদীদের সাক্ষাতকার ভিত্তিক বই মুখরা অন্যতম। দেশকালের ঘটে চলা সহিসংতা ও পাল্টে দেওয়ার রাজনীতি নিয়ে তিনি কাজ করেছেন তিনটি সংকলনের। ২০০৭ সালের সেনাশাসনের সময় বিশ্ববিদ্যালয় এর বিক্ষোভ নিয়ে সংকলন প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশন।