একই পোশাকে ৫৬ বছর পর!

পুরনো পোশাক পরা মানেই আনস্মার্ট- এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী রিতা মনেরো। পুরনো ফ্যাশন নতুন করে ফিরিয়ে আনার মধ্য দিয়েও যাননি, একেবারে ৫৬ বছর আগের ফ্যাশনই নিয়ে এসেছেন অস্কারের মঞ্চে! ১৯৬২ সালে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন এই অভিনেত্রী। তখন তরুণী রিতা পরেছিলেন কালো-সোনালি পোশাক। এ বছর ৯০ তম অস্কারে একই পোশাক পরে হাজির হন ৭০ বছর ধরে অভিনয় জগতে থাকা এই কিংবদন্তী অভিনেত্রী।

১৯৬২ ও ২০১৮ সালে
রিতা জানান, আইকনিক ভিনটেজ পোশাকটি অবি ফ্যাব্রিকের তৈরি। জাপানি পোশাক কিমোনোতে ব্যবহার করা হয় এ ফ্যাব্রিক। দীর্ঘ ৫৬ বছর ধরে পোশাকটি রিতার আলমারিতে সংরক্ষিত ছিল।
৫ দশকের পুরনো পোশাকটি এখনও আগের মতোই চকচকে। উপরের অংশে সামান্য পরিবর্তন করে নিয়েছিলেন রিতা। কাঁধহীন টপের সঙ্গে ভারি চোকার পরেছিলেন গলায়। হাতে পরেছিলেন কালো লম্বা গ্লাভস। মাথায় ছিল কালো ব্যান্ড।