গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা রোধে ক্যাম্পেইন

সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক যানবাহনে নারীর প্রতি সহিংসতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ‘হোক প্রতিরোধ’ শীর্ষক শ্লোগান নিয়ে ‘ডু সামথিং এক্সসেপশোনাল’ স্বেচ্ছাসেবী সংগঠনের পৃষ্ঠপোষকতায় নারী দিবসে (৮ মার্চ) সারা দিনব্যাপী বাস টার্মিনালে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। 

received_1742476785798089এই কর্মসূচীর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত এলাকাগুলোয় পাবলিক যানবাহনে বাংলাদেশ পুলিশের জরুরি সেবা পাওয়ার হট লাইন নাম্বার ‘৯৯৯’ এবং নারী নির্যাতন বিরোধী স্লোগান সংবলিত ১০ হাজার স্টিকার লাগানো হয় যাতে জরুরি অবস্থায় কোনও নারী তড়িৎ সহায়তা পেতে পারেন। ঢাকা মহানগরকে ১০টি জোনে ভাগ করে স্বেচ্ছাসেবীগণ পুরো কার্যক্রম পরিচালনা করেন। তারা জানান, স্বাধীনতার মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।