শেষ হলো আন্তঃস্কুল নাট্যোৎসব

29511309_10156983308428475_1506126990279549182_nশেষ হলো স্কলাস্টিকা স্কুলের আয়োজনে ‘আন্তঃস্কুল নাট্যোৎসব ২০১৮’। ঢাকার স্বনামধন্য চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নাট্যদল এই উৎসবে তাদের মঞ্চনাটক উপস্থাপন করছে। স্কলাস্টিকা স্কুলের উত্তরা সিনিয়র ক্যাম্পাসের এসটিএম হলে দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হলো গতকাল রাতে।

উৎসবের প্রথমদিনে দুটি নাটক মঞ্চস্থ হয়। এদিন ঢাকা নটরডেম কলেজের নাটকের দল পরিবেশন করে নাটক ‘মুক্তির সন্ধানে’। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা কুড়ায়। এদিন দ্বিতীয় পর্বে নাটক মঞ্চায়ন করে টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল। সোলাইমান হোসেনের রচনা ও শাহীন হোসেনের নির্দেশনায় ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকটি পরিবেশন করে টার্কিশ হোপ স্কুলের নাট্য দল।

২৪ মার্চ উৎসবের দ্বিতীয় দিনে  মঞ্চস্থ হয় ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের নাটক। তারা পরিবেশন করে নাটক ‘আবোল তাবোল’। বিকেল পাঁচটায় উৎসবের সমাপনীতে পরিবেশিত হয় স্কলাস্টিকা সিনিয়র উত্তরা শাখার নাটক ‘সোয়াত’। নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যজন মামুনুর রশিদ। নাটকটির নির্দেশনা দিয়েছেন সামিন মাতিন, সাফওয়ান ওয়াহিদ ও লাবিব মাহিদ খান।

Drama-01 (1)স্কলাস্টিকা ড্রামা অ্যান্ড মাইম ক্লাবের নির্দেশক সাফওয়ান ওয়াহিদ জানান, স্কলাস্টিকা ক্যাম্পাসে পড়ালেখার পাশাপাশি সবসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিশেষ জোর দেওয়া হয়। তার মধ্যে এখানের নাট্য চর্চা আলাদাভাবে উল্লেখ করার মত। প্রত্যেক বছর স্কলাস্টিকা বার্ষিক নাটকের আয়োজন করলেও এবারই প্রথম অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে আন্তঃস্কুল নাট্যোৎসবের আয়োজন। উৎসবে অংশগ্রহণ করার জন্য তিনি নটরডেম কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের নাটকের দলের প্রতি কৃতজ্ঞতা জানান ও আগামীতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের উৎসব আয়োজনের আশা রাখেন।

উৎসবের প্রথম দিনে বিভিন্ন স্কুলের শিক্ষক –শিক্ষিকা ও অভিভাবকদের সাথে বিশিষ্ট নাট্য ও সংস্কৃতিজনেরা নাটক উপভোগ করেন।