গৃহস্থালি পরিচ্ছন্নতায় টুথপেস্ট

দাঁত পরিষ্কারের পাশাপাশি গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্নতায়ও অতুলনীয় টুথপেস্ট। জেনে নিন টুথপেস্টের কয়েকটি ব্যতিক্রমী ব্যবহার।

ইস্ত্রি পরিষ্কার করতে পারেন টুথপেস্টের সাহায্যে
দেয়াল থেকে রং পেন্সিলের দাগ দূর করতে
একটি পুরনো টুথব্রাশে পেস্ট নিয়ে দেয়ালের দাগের ওপর ঘষুন। ধীরে ধীরে উঠতে শুরু করবে দাগ। ফেনা রঙিন হয়ে গেলে সামান্য ভেজা পেপার টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে ফেলুন দেয়াল।
পোশাক থেকে কালির দাগ ওঠাতে
পোশাক থেকে কলমের কালির দাগ ওঠাতে পারেন টুথপেস্টের সাহায্যে। কালিযুক্ত অংশে টুথপেস্ট লাগিয়ে নরম ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। পানি দিয়ে কাপড় ধুয়ে রোদে শুকান।  
পোশাক থেকে লিপস্টিকের দাগ দূর করতে
লিপস্টিকের দাগের ওপর টুথপেস্ট লাগিয়ে পুরনো ব্রাশ দিয়ে ঘষুন। দাগ উঠে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।  
কাঠ থেকে পানির দাগ ওঠাতে
কাঠের আসবাবে পানি সাদাটে দাগ পড়ে গেলে দূর করতে পারেন টুথপেস্টের সাহায্যে। দাগের উপর টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে ঘষুন। দাগ উঠে গেলে আরেকটি কাপড় দিয়ে মুছে ফেলুন আসবাব।  
গাড়ির হেডলাইট পরিষ্কার করতে
গাড়ির হেডলাইটের উপর টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে মুছে পানি স্প্রে করে দিন। ঝকঝকে হবে হেডলাইট।
ইস্ত্রি পরিষ্কার করতে
ইস্ত্রির দাগ পরিষ্কার করতে টুথপেস্ট লাগিয়ে পেপার টাওয়েল দিয়ে ঘষে নিন। দাগ উঠে গেলে নরম তোয়ালে ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন।
গয়না ঝকঝকে করতে
পুরনো গয়নায় জৌলুস ফেরাতে টুথপেস্টের সঙ্গে সামান্য পানি মিশিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন।
বয়ামের গন্ধ দূর করতে
অনেক সময় বয়াম বা বাটিয়ে ভ্যাপসা গন্ধ হয়ে যায়। এই গন্ধ দূর করতে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন বয়াম।
জানালা পরিষ্কার করতে
জানালা অথবা আয়নার গ্লাস পরিষ্কার করতে চাইলে টুথপেস্টে দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।