ডার্ক সার্কেল দূর করবে অ্যালোভেরা জেল

মানসিক চাপ, রাতে ঘুম না হওয়াসহ বিভিন্ন কারণে চোখের আশেপাশের ত্বক কালচে হয়ে যেতে পারে। ডার্ক সার্কেল দূর করার জন্য নিয়মিত ঘুম জরুরি। পাশাপাশি যত্ন নিতে হবে ত্বকের। অ্যালোভেরা ও কয়েকটি মিশ্রণের তৈরি জেল প্রতিদিন এক মিনিট করে ঘষলে কয়েক সপ্তাহের মধ্যেই কমতে শুরু করবে ডার্ক সার্কেল।

maxresdefault
যা যা লাগবে জেল তৈরি করতে

  • বিশুদ্ধ অ্যালোভেরা জেল আধা চা চামচ
  • জাফরান ৩/৪ টি
  • খাঁটি ক্যাস্টর অয়েল কয়েক ফোঁটা
  • খাঁটি আমন্ড তেল কয়েক ফোঁটা
  • ভার্জিন নারকেল তেল কয়েক ফোঁটা

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
সব উপাদান একটি কাচের পাত্রে ভালো করে মিশিয়ে নিন। জাফরান খুব ভালো থেকে থেঁতো করে নিতে হবে। এভাবে রেখে দিন আধা ঘণ্টা। জাফরান রং ছেড়ে মিশ্রণটি কমলা হয়ে গেলে বুঝবেন এটি ব্যবহারের জন্য তৈরি। এই মিশ্রণটি রোজ তৈরি করতে হবে। একবার তৈরি করে বারবার ব্যবহার করা যাবে না। মুখ ভালো করে ধুয়ে মুছে মিশ্রণ থেকে খানিকটা নিয়ে চোখের আশেপাশের অংশে ম্যাসাজ করুন। প্রত্যেক চোখে এক মিনিট ম্যাসাজ করতে হবে। ধুয়ে ফেলার প্রয়োজন নেই। রাতে লাগিয়ে পরদিন ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই