প্রাকৃতিক উপায়েই রঙিন হবে চুল

কেমিক্যালযুক্ত রং ব্যবহারের কারণে চুল রুক্ষ হয়ে পড়ে। এছাড়া চুল পড়ে যাওয়ার অন্যতম কারণও এ ধরনের ক্ষতিকর রং। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলে রঙিন আভা নিয়ে আসতে পারেন খুব সহজে। জেনে নিন কীভাবে।  

মেহেদির সাহায্যে রঙিন করতে পারেন চুল

  • বিট ও গাজর ব্যবহার করতে পারেন চুল রং করার জন্য। এই দুই উপাদানের রস একসঙ্গে একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন চুলে। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চমৎকার রঙিন আভা আসবে চুলে।
  • চুল রং করার জন্য মেহেদির পাতা বেটে নিন। মেহেদি পেস্টের সঙ্গে চায়ের লিকার মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন দুই ঘণ্টা। চুলে লালচে রং নিয়ে আসার পাশাপাশি এটি ঝলমলে করবে চুল।
  • কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ জাফরান মিশিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রাকৃতিকভাবে চুল বাদামি রং করতে চাইলে আখরোটের খোসা সেদ্ধ করে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: নিউজএইটিন