পানিতে বাড়বে যেসব ভেষজ

ঘরেই চাষ করতে পারেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভেষজ। পুদিনা কিংবা তুলসির কলম কাঁচের জারে রাখুন দুই পাশে দুই-দুই চারটি পাতাসহ। উপরের কচি পাতার অংশ যেন তাজা থাকে। ধীরে ধীরে শিকড় ছাড়তে শুরু করবে এগুলো। জারের পানি বদলে দিতে হবে সপ্তাহে একবার।

STORY6

  • আংশিক রোদ পড়ে এমন জানালার পাশে রাখুন পুদিনার জার। বাড়বে দ্রুত।
  • ব্যাসিল (তুলসি) পাতা চাষ করতে চাইলে পানিসহ যার রোদে রাখতে হবে প্রতিদিন। ৬ থেকে ৮ ঘণ্টা রোদে রাখলে দ্রুত বাড়বে তুলসি।
  • একইভাবে জারে চাষ করতে পারেন রোজমেরি কিংবা লেমন বাম।    

তথ্য:ন্যাচারাল ওয়েজ