হিমু পরিবহনের চিঠির রাজ্যে

IMG_20180427_155707প্রথমবারের মতো প্রদর্শিত হলো হিমু পরিবহনের চিঠি উৎসব ‘ডাকপিয়ন’। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুক্রবার এ চিঠি উৎসবের আয়োজন করে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত সংগঠন হিমু পরিবহন।

আগে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলো চিঠি। কিন্তু কালের বিবর্তনে আধুনিকায়নের যুগে এই চিঠি বর্তমানে বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া চিঠিকে স্মরণ করিয়ে দিতেই এই ডাকপিয়ন নামক চিঠি উৎসবের আয়োজন।

2 (2)হিমু পরিবহন এই আয়োজনের জন্য বেশ কিছু দিন যাবৎ ফেসবুকে তাদের ইভেন্টের মাধ্যম্যে চিঠি আহ্বান করে। সেই ডাকে সাড়া দিয়ে দেশ-বিদেশ দুই শতাধিক চিঠি পাঠায়। সেখান থেকে সেরা ৬৯ চিঠি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবং আগামীতে এই চিঠিগুলো দিয়ে এই বই প্রকাশের ইচ্ছা আছে হিমু পরিবহনের।

IMG_20180427_152842হিমু পরিবহনের সমন্বয়কারী আহসান হাবিব মুরাদ জানান, চিঠি হচ্ছে একটি আবেগের জায়গা। একটা সময় মানুষ চিঠির উত্তর পেতে সপ্তাহ থেকে মাস পর্যন্ত অপেক্ষা করতো। কিন্তু বর্তমান আধুনিকায়নের যুগে শিক্ষার্থী ছাড়া অনেক মানুষ প্রায় হাতে লেখাটাই প্রায় ভুলতে বসেছে। তাই মানুষকে কিছুটা সময়ের জন্য পুরনো স্মৃতি মনে করিয়ে দিতেই হিমু পরিবহনের এই আয়োজন।