ত্বক টানটান করে কফির ফেসপ্যাক

ত্বকে বলিরেখা পড়ে যাচ্ছে? দুশ্চিন্তার কারন নেই। ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন করলে ত্বক থাকবে টানটান ও সতেজ। বলিরেখাহীন ত্বকের জন্য কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইবার। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফেইন ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ও টানটান রাখে ত্বক।  

coffee-face-masks-cover
যেভাবে তৈরি করবেন ফেসপ্যাক
একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি পাউডার নিন। ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভালো করে নিন। মিহি পেস্ট তৈরি হলে ঢেকে রাখুন আধা ঘণ্টা।
যেভাবে ব্যবহার করবেন
কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। কফির ফেসপ্যাক ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফেসওয়াশ ব্যবহারের প্রয়োজন নেই। সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।   
তথ্য: বোল্ডস্কাই