বিভিন্ন দেশের খাবার নিয়ে ‘ফ্লেভারস অব দ্য স্ট্রিট’

রমজান মাসজুড়ে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ খাবারের আয়োজন নিয়ে হাজির হয়েছে। বনানীর ৭ নং রোডে অবস্থিত হোটেলটির বিশেষ ইভেন্ট ‘ফ্লেভারস অব দ্য স্ট্রিট’ এর মাধ্যমে ভোজনরসিকরা বিভিন্ন দেশের মজাদার সব খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। গোল্ডেন টিউলিপের রেস্টুরেন্ট গোল্ডেন ডাইন ও ক্যাফে ডি টিউলিপে এসব খাবার পাওয়া যাবে।

টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা হোটেলের খাবার
ইফতার, ডিনার ও সাহরিতে সুস্বাদু খাবারের আয়োজন নিয়ে গোল্ডেন টিউলিপের থাকছে আকর্ষণীয় মেন্যু। বিভিন্ন দেশের নানা রকম মজাদার খাবারের মধ্যে- মধ্যপ্রাচ্য থেকে হামাস, বাবগেনুস, মউতাবেল, ল্যাম্বউজি; পাকিস্তান থেকে মাটন হান্ডি, মাটন পেশোয়ারি; ভারত থেকে নার্গিসী কাবাব, হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি, কিমা কলিজা, পাওভাজিসহ থাকছে বিখ্যাত সব আইটেম। পাশাপাশি থাকছে নানা ধরনের ফল ও মিষ্টি খাবারের সমাহার। অতিথিরা যদি চান তাহলে লাইভ স্টেশনে গিয়ে খাবার তৈরির বিষয়টি চোখের সামনেই উপভোগ করতে পারবেন।
রমজান মাসজুড়ে ক্যাফে দ্য টিউলিপের ইফতার মেন্যুতে রয়েছে বিশেষ খাবার এবং স্ন্যাকস। অতিথিরা যেন ইফতারে খাবার বাসায় নিয়ে গিয়ে উপভোগ করতে পারে সেজন্য ইফতার টেক অ্যাওয়ে বক্সের ব্যবস্থাও রয়েছে।