ঈদ পোশাকে ভিন্নতা

ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস বাংলার মেলায় এসেছে নতুন ডিজাইনের পোশাক। এই সময়টা গরম থাকায় ফেব্রিক ও রঙের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার কটনের ব্যবহার থাকছে বেশি, কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয় সে দিকটি লক্ষ রাখা হয়েছে। ছেলেদের পাঞ্জাবি জয়শ্রি সিল্ক, এন্ডি, কটন ও খাদি তাঁতে নিজস্ব বুননে করা হয়েছে। লং, মিডিয়াম ও শর্ট লেংথে পাওয়া যাবে নতুন এসব ট্রেন্ডি পাঞ্জাবি। হাফ শার্টে রাখা হয়েছে ভেরিয়েশন।

GH7A46733
শাড়ি বাংলার মেলার অন্যতম আকর্ষণ। সিল্ক, এন্ডি, হাফ সিল্ক, এন্ডি কটন ও টাঙ্গাইল শাড়ি থাকছে এবারের কালেকশনে। সালোয়ার-কামিযে থাকছে ডিজাইন ও রঙের ভেরিয়েশন। এন্ডি কটন, জয়শ্রি সিল্ক ও কটন কাপড়ে উজ্জ্বল সব রঙের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইন। শিশুদের জন্যও থাকছে রঙিন পোশাকের আয়োজন।  
সারাদেশে বাংলার মেলার ১১টি শাখা রয়েছে।